নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আশা প্রকাশ করেছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশব্যাপী অভিযান চালিয়ে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। তিনি জানিয়েছেন, অস্ত্র উদ্ধারের এই প্রক্রিয়া প্রতিনিয়ত চলছে এবং তা অব্যাহত থাকবে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার বাহিনীর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে আনসার সদস্যদেরই সবচেয়ে বেশি সংখ্যায় মোতায়েন করা হবে। এ লক্ষ্যে প্রতিটি ভোটকেন্দ্রে আনসারের মোট ১৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও জানান, এবারের নির্বাচনে একটি নতুন ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রথমবার প্রতিটি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বিশেষভাবে একজন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন।স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, আনসার ব্যাটালিয়নের সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে দেশবাসীকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.