নিজস্ব প্রতিবেদক : বরিশাল-৪ আসনে বিএনপির প্রার্থী কে ? তিন সম্ভাবনার প্রতিযোগিতা তুঙ্গে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী কে হবেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা।
ইতোমধ্যে তিন সম্ভাব্য প্রার্থী মাঠে নেমে গণসংযোগ, প্রচার-প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এরা হলেন ব্যারিস্টার এ. এম. মাছুম, রাজিব আহসান এবং সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেন।
ব্যারিস্টার এ. এম. মাছুম: তরুণ প্রজন্মের আস্থার প্রতীক
আইনজীবী পেশার পাশাপাশি ব্যারিস্টার এ. এম. মাছুম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হিসেবে দীর্ঘদিন কর্মরত। তিনি বিশ্বের খ্যাতনামা ইউনিভার্সিটি অব অক্সফোর্ড এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। আইন অঙ্গনে তার সাফল্য ও জনসম্পৃক্ততার কারণে এলাকাবাসীর মধ্যে তিনি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়মিত মেহেন্দিগঞ্জ ও হিজলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। স্থানীয়রা জানান, ব্যারিস্টার মাছুম সাধারণ মানুষের কল্যাণে ব্যাপক দান-অনুদান প্রদান করছেন। শত শত পরিবারকে গরু, ঢেউটিন, পোশাক, নগদ অর্থ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিয়েছেন।
তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে তিনি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করছেন। এতে করে অনেক তরুণ মাদক থেকে সরে এসে খেলাধুলায় যুক্ত হচ্ছে, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তার এই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে হিজলা-মেহেন্দিগঞ্জের সাধারণ মানুষ আশার আলো দেখছে।
স্থানীয় বাসিন্দা মো. জহির উদ্দিন বলেন আওয়ামী লীগ বা বিএনপি— কেউই আমাদের এইভাবে পাশে দাঁড়ায়নি। ব্যারিস্টার মাছুম একমাত্র ব্যক্তি, যিনি আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। তাই আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই।
রাজিব আহসান: মাঠপর্যায়ের সংগঠক ও তরুণ নেতা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানও এলাকায় সক্রিয় রয়েছেন। সাংগঠনিকভাবে তিনি তরুণ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। জুলাই মাসের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তার ভূমিকা প্রশংসিত হয়। তিনি ৫ আগস্টের পরেও এলাকায় স্বাভাবিকভাবে প্রচার চালিয়ে গেছেন এবং সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন। স্থানীয় তরুণ ভোটারদের মাঝে তারও একটি উল্লেখযোগ্য জনপ্রিয়তা গড়ে উঠেছে।
সাবেক এমপি ফরহাদ হোসেন: অভিজ্ঞতা থাকলেও বিতর্কে জর্জরিত
২০০৮ সালের নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফরহাদ হোসেন। তবে দলীয় সূত্র ও স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের পর তিনি এলাকায় তেমন সক্রিয় ছিলেন না। ৫ আগস্টের ঘটনার পর থেকে তিনি ও তার অনুসারীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে, যা তাকে কিছুটা বিতর্কিত অবস্থায় ফেলেছে। ফলে আগামী নির্বাচনে তার প্রার্থীতা অনিশ্চিত হয়ে পড়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মত।
স্থানীয়দের প্রত্যাশা
হিজলা-মেহেন্দিগঞ্জের সাধারণ জনগণ মনে করছেন, যে প্রার্থী জনগণের পাশে থেকে উন্নয়ন ও মানবিক কাজ চালিয়ে যাবেন, তিনিই তাদের আস্থার প্রার্থী হবেন। অনেকেই ব্যারিস্টার মাছুমের নেতৃত্বে এলাকার উন্নয়নের নতুন স্বপ্ন দেখছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-৪ আসনে বিএনপি সমর্থিত এই তিন প্রার্থীর রাজনৈতিক দৌড়-ঝাঁপ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.