শামীম আহমেদ, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ও উজিরপুর উপজেলায় পৃথক দূর্ঘটনায় দুই চালক নিহত হয়েছে। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, শুক্রবার রাত এগারটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের সাথে নছিমনের মূখোমূখি সংষর্ষ হয়।
এতে নছিমনের চালক খোকন সিকদার (৩০) ঘটনাস্থলেই নিহত হয়। নিহত খোকন গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামের খলিল সিকদারের ছেলে।
এ ঘটনায় তুহিন নামের এক নছিমনের যাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহত তুহিন ডাসার উপজেলার পূর্ব খান্দানী গ্রামের বাসিন্দা।
অপরদিকে আজ শনিবার দুপুর বারটার দিকে মহাসড়কের সানুহার এলাকায় যাত্রীবাহি তরি পরিবহন ও কাভার্ডভ্যানের মূখোমূখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক সহ দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যান চালক আবেদ আলী (৪২) কে মৃত বলে ঘোষনা করেন।
নিহত কাভার্ডভ্যান চালক আবেদ আলী রংপুর জেলার পীরগাছা উপজেলার মৃত মোজাম উদ্দিনের ছেলে। তিনি আরও জানান, দূর্ঘটনার পরপরই মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যদের যৌথ প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেলাল হোসেন জানান, পৃথক দূর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :