নিজস্ব প্রতিবেদক: পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইল কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বন্দিদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার এ আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।
জেলা প্রশাসন ও কারাগার সূত্রে জানা যায়, পদ্মা সেতুর উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া দেড় সহস্রাধিক বন্দির মাঝে উন্নতমানের খাবার দেওয়া হয়। টাঙ্গাইল শিল্পকলা একাডেমির শিল্পীসহ কারাবন্দিরা পদ্মা সেতু নিয়ে নিজেদের লেখা গান পরিবেশন করেন।
জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে পদ্মা সেতু বাস্তবায়ন হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপারের সহযোগিতায় কারাগারে বিশাল আয়োজন হওয়ায় আমি গর্বিত।
জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, পদ্মার সেতুর উৎসবের আনন্দ থেকে যাতে কেউ বাদ না পড়ে সেজন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারাবন্দিদের সঙ্গে আমরা অতিথিরাও খাবার খেয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training