বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: স্বাধীনতার ৫৪ বছরে একটি নির্বাচনও সুষ্ঠ হয়নি। অধিকাংশ রাজনৈতিক দল দেশের স্বার্থ দেখেনি। কিন্তু জাকের পার্টির জনগণের স্বার্থ দেখে। এটা কিসের স্বাধীনতা? কিসের রাষ্ট্রব্যবস্থা? কিসের সমাজ ব্যবস্থা? দেশের বিভিন্ন স্থানে জাকের পার্টির সমাবেশ হয়েছে। কোথাও কি দেখেছেন বিশৃঙ্খলা হয়েছে।
জাকের পাটি বিশৃঙ্খলায় বিশ্বাস করেনা। বরিশালের বাকেরগঞ্জে জাকের পার্টির উদ্যোগে জনসভায় বিশেষ অতিথির ভার্চুয়ালি বক্তব্যে একথা বলেন জাকের পার্টির ভাইস-চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে শান্তি ও স্থিতিশীলতার আহবানে জাকের পার্টির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়।
জনসভায় তিনি আরও বলেন, আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমরা ক্ষমতা বিসর্জন দিয়েছি। যারা সত্যিকরের তরিকায় রয়েছে। তারা ব্যক্তি স্বার্থ দেখেনা। জাকের পার্টির একটা কর্মীকেও টাকা দিয়ে কেনা যায় না। জনগন আগামীতে নির্বাচনে জাকের পার্টিকে মানুষের খেদমতের জন্য ক্ষমতায় নিয়ে যেতে পারে।
উপজেলা জাকের পার্টির পূর্ব শাখার সভাপতি মোঃ হারুন আল কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল, সিনিয়র ভাইস-চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. সায়েম আমীর ফয়সল, জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান বাচ্চু।
সভায় উপস্থিত ছিলেন জাকের পার্টির উপজেলা পূর্ব শাখার সভাপতি মোঃ শাহিন রাঢ়ী, পশ্চিম শাখার সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি রুমি, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম মৃধা, প্রচার, জেলা জাকের পার্টির যুগ্ম-প্রচার সম্পাদক মোঃ এইচ এম সাইদুল ইসলাম, জাকের পাটি ছাত্র ফ্রন্টের বিভাগীয় সভাপতি মোঃ আতিকুল ইসলাম পারভেজ, জেলা সভাপতি মোঃ মিলন হোসেন, জেলা জাকের পার্টির মহিলা ফ্রন্টের সভানেত্রী মোসাঃ লিপি আক্তার, উপজেলা জাকের পার্টির মহিলা ফ্রন্টের সভানেত্রী মোসাঃ নাসিমা বেগম প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.