ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ কওমী মাদ্রাসার নাজেরা শাখার আবাসিক ছাত্র ছয় বছরের শিশু ওসমান মল্লিক। সে পিরোজপুরের ভাÐারিয়ার ধাওয়া দারুল উলুম হাফিজিয়া কওমী মাদ্রাসার নাজেরা শাখার ছাত্র।
দুই দফা মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি যওয়ায় শিশুটির পায়ে শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় চলছিলো পাঠদান। শিকলে শিশুটির পায়ে ব্যাথা হয়ে যায়। তবু মাদ্রাসা কর্তৃপক্ষ শিশু ওসমান মল্লিকের পা শিকলে বেঁধে পাঠদান করাচ্ছিল। খবর পেয়ে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে গিয়ে এ সত্যতা পান। পরে ভাÐারিয়া নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার খবর পেয়ে ধাওয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পুলিশকে ঘটনাস্থলে পাঠানোর পর শিশু ইয়াসিন মল্লিক পায়ের শিকল মুক্ত হয়।
ভূক্তভোগি শিশু ইয়াসিন ভাÐারিয়া উপজেলার ধাওয়া গ্রামের কালাম মল্লিকের ছেলে। সে ওই কওমী মাদ্রাসার নাজেরা শাখায় আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করছে। সংশ্লিষ্ট মাদ্রাসার নাজেরা শাখার শিক্ষক মো. ইয়াহিয়া দাবি করেন, শিশুটি দুই দফা মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে যাওয়ার পর ইয়াসিনের বড় ভাই আবুবকর মল্লিক শিকল ও তালা দিয়ে যান। তার কথামত শিশুটির এক পায়ে শিকল পড়াতে হয়েছিলো।
তবে শিশুটিকে শিকল মুক্ত করা হয়েছে। শিশু ইয়াসিনের বড় ভাই আবু বকর বলেন, ইয়াসিন মনোযোগ দিয়ে পড়তে চায়না। দুই বার মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে আসে। পড়তে যেতে চায়না । এ কারনে মাদ্রাসায় শিকল দিয়ে এসেছিলাম। শুনেছি মাদ্রাসার শিক্ষকরা তার শিকল খুলে দিয়েছে।
এমন কাজ আর হবেনা। এ ব্যাপারে ভাÐারিয়া থানার উপ পরিদর্শক মো. কাইয়ূম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিশুটির পায়ের শিকল খুলে দেওয়া হয়েছে। শিশুটির অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষকে এমন কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভাÐারিয়ায় কৃষকের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ ভাÐারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাÐারিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২১৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম ও উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলে রাফিদ।
কৃষকদের মাঝে সরিষা, গম, সূর্যমুখী (ওপি ও হাইব্রিড), মসুর, মুগ, খেসারী ও চিনাবাদামের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, সরকারের এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমে যাচ্ছে, যা কৃষকদের আর্থিকভাবে স্বস্তি দিচ্ছে। পাশাপাশি, মানসম্পন্ন বীজ ও সারের যথাযথ ব্যবহারে রবি মৌসুমে ফসলের উৎপাদন বাড়বে।
এতে করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মোঃ তরিকুল ইসলাম ভান্ডারিয়া, পিরোজপুর।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.