নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাকেরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার মামলায় সাব্বির হোসেন কাজী (২২) নামে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার বটবালিগা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির ওই ইউনিয়নের নান্না কাজীর ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৮ আগস্ট বরিশালে বিএনপির সম্মেলন উপলক্ষে বাকেরগঞ্জের গারুরিয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতিমূলক সভা চলছিল।
ওইদিন উপজেলা বিএনপি, গারুড়িয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়নের হেলেঞ্চা ব্রিজ সংলগ্ন দেলোয়ার হোসেনের বাড়ির সামনের একটি অফিসে সভা করছিলেন। সভা চলাকালীন আওয়ামী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র রামদা, লোহার রড ও চাপাতিসহ অতর্কিত হামলা চালায়।
হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন জোমাদ্দারসহ ৩০-৩৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহতদের পক্ষ থেকে ২০২৪ সালের ৮ নভেম্বর বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ১২/২০২৪। ঐ মামলায় আসামি সাব্বির দীর্ঘদিন পলাতক ছিল।
বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এস আই) ও মামলার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, "বিএনপি নেতাদের উপর হামলার মামলায় এজাহারভুক্ত পলাতক আসামি সাব্বিরকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.