কুয়াকাটা প্রতিনিধি || কুয়াকাটায় সমুদ্রে গোসলে নেমে জোয়ারের প্রবল স্রোতে ভেসে যাচ্ছিলেন এক তরুণ পর্যটক। পরে স্থানীয় এক জেলের তাৎক্ষণিক সাহসী অভিযানে প্রাণে বেঁচে যান তিনি। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি রাজধানী ঢাকার নবাবগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয় জেলে আলতাফ হোসেন ঘটনাটি দেখে দ্রুত ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তীরে নিয়ে আসেন। এসময় তানভীর অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, গোসলের সময় সতর্কতা অবলম্বন না করায় প্রায় প্রাণ হারাতে বসেছিলেন ওই পর্যটক। দ্রুত উদ্ধার সম্ভব হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, আহত অবস্থায় এক তরুণকে ২০ শয্যা হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, সুস্থ আছে। এ বিষয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত কুমার মন্ডল জানান, তানভীর নামের এক পর্যটককে স্থানীয় জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন। বিষয়টি অবগত হয়েছি, আমরা খোঁজখবর নিচ্ছি। উল্লেখ্য, কুয়াকাটা সমুদ্র সৈকতে জোয়ারের সময় সতর্কতা না মানার কারণে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.