নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠি তৈরির লক্ষ্যে বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে বরগুনার পাথরঘাটায়।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিসিডিবি কার্যালয়ের হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা, রুহিতা ও পদ্মা গ্রামের ২৫ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে বীজ সংরক্ষণের জন্য দুইটি ড্রাম ও তিনটি ছোট জার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ।
তিনি বলেন, বীজ সংরক্ষণ ও পরিপক্ক না হলে কৃষককে বাঁচানো যাবে না, কারণ সবকিছুর মূল হলো বীজ। সম্প্রতি পাথরঘাটা বাজারের কিছু ব্যবসায়ীর কাছ থেকে অপরিপক্ক বীজ কিনে অনেক কৃষক প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে আমরা কৃষি বিভাগ ও সিসিডিবি মিলে কৃষকদের সহায়তা করার চেষ্টা করছি যেন তারা সঠিক পরামর্শ ও ভালো মানের বীজ পেতে পারেন। বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি খাতে ব্যাপক পরিবর্তন ঘটছে, তাই কৃষকদের আরও সচেতন হতে হবে। নিজেদের বীজ সংরক্ষণে উদ্যোগী হলে কৃষক নিজের চাহিদা পূরণ করার পাশাপাশি অন্য কৃষকদেরও সহায়তা করতে পারবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবির উপজেলা সমন্বয়ক সুজন চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে বীজ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আজকের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা শুধু সংরক্ষণ কৌশলই নয়, বরং টেকসই কৃষি পদ্ধতির দিকেও এক ধাপ এগিয়ে গেলেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া কৃষকেরা জানান, তারা এই প্রশিক্ষণ থেকে বীজ সংরক্ষণের আধুনিক পদ্ধতি ও জলবায়ু সহনশীল কৃষি কৌশল সম্পর্কে নতুন ধারণা পেয়েছেন।
অনুষ্ঠানটি আয়োজন করে পিসিআরসিবি প্রকল্প (ফেইজ-২) সিসিডিবি জলবায়ু পরিবর্তন প্রকল্প, পাথরঘাটা, বরগুনা। এ প্রকল্পটি অর্থায়ন করেছে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.