বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জের কৃতি সন্তান গ্লোবাল ইসলামী ব্যাংক ও খুলনা ওয়াসার পরিচালক এফসিএ মাহমুদ হোসেনকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাত ৮ টায় কলসকাঠী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে তাকে এ গুণীজন সংবর্ধনা দেয়া হয়।
কলসকাঠী কালীবাড়ি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্ডপ প্রাঙ্গনে পুজা উদযাপন পরিষদের সভাপতি চন্দ্রনাথ মুখার্জি চাঁনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান।
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত গুণীজন এফসিএ মাহমুদ হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শওকত হোসেন হাওলাদার, সাধন কুমার গাঙ্গুলী, কালিবাড়ী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা মন্দির কমিটির সাধারণ সম্পাদক রবি কুন্ড প্রমূখ।
সংবর্ধনা শেষে এফসিএ মাহমুদ হোসেন কলসকাঠী সৎসঙ্গ পূজা সর্বজনীন পূজা মন্ডপ ও কালিবাড়ী সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এফসি মাহমুদ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে দুটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.