ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় নানা আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে সমবায়ীদের অংশগ্রহনে পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা সমবায় অফিসার মোঃ মঈনুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রেহেনা আক্তার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আঃ রব হাওলাদার, গণমুক্তি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর হোসেন সরদার, গৌরীপুর পানি সম্পদ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, মাটিভাঙ্গা সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম, জনসেবা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সালমান খান বাদশাহ, পশ্চিম চিংগুড়িয়া রিলাই কৃষি প্রণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আনজুমান আক্তার প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.