প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৩:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ণ
৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কলাপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা পরিষদ প্রাংগনে সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলার প্রান্তিক পর্যায়ের সমবায়ীদের অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ পায়রায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নাহিদ হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচির (সিপিপি) উপজোলা দলনেতা আবদুল মোতালেব হাওলাদার, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মো. ফোরকান তালুকদার প্রমুখ ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ অহিদুল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ইভান মাতুব্বর।
সভায় বক্তারা বলেন, মানব সভ্যতার ইতিহাস যেমন প্রাচীন, তেমনি সমবায় আন্দোলনের ইতিহাসও প্রাচীন। সতেরো শতকে ইংল্যান্ড থেকে সমবায় আন্দোলন শুরু হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে সমবায় আন্দোলন ছড়িয়ে পড়ে। বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) সমবায় আইন, ১৯২০ প্রবর্তনের পর সমবায় সমিতি কার্যক্রম শুরু হয়। সমবায়ভিত্তিক উৎপাদন ও উদ্যোগের মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে বিআরডিবির চেয়ারম্যান মো. ফোরকান তালুকদার, খেপুপাড়া কো-অপারেটিভ সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটির ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ রতন, মহিপুর এসআরওএসবি সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, সলিমপুর রিলাই হাস-মুরগী উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, মধ্য টিয়াখালী রিলাই মুগডাল উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.