লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবযোগদানকৃত ১৮ জন সিনিয়র স্টাফ নার্সকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন খান।
এ সময় নবযোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি চাকরিতে আপনারা নতুন যোগদান করেছেন। এটি আপনাদের জন্য অত্যন্ত আনন্দের। তবে আপনারা সবাই নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। রোগীদের সেবাই আপনাদের একমাত্র লক্ষ্য থাকতে হবে। আপনারা আন্তরিকতার সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সকল রোগীদের সেবা দেবেন।
এ সময় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিক কনসালটেন্ট ডা. মো. শাহাদাৎ হোসেন, মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ, মেডিকেল অফিসার (ইউনানি) ডা. মো. ইউসুফ হোসেন, ডেন্টাল সার্জন ডা. শাহ জামান সাজু, নার্সিং সুপারভাইজার মোসা. তাসলিমা বেগমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.