লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার ইসলামিক মডেল মাদরাসার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইসলামিক মডেল মাদরাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
লালমোহন ইসলামিক মডেল মাদরাসা পরিচালক অধ্যাপক এমএ জাহেরের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম।
এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সন্তানদেরকে বেশি চাপ প্রয়োগ করবেন না। আপনাদের কাজ হলো সন্তানরা বলতে, লিখতে, পড়তে পারে কিনা সেদিকে খেয়াল রাখা। প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক যদি তাদের সন্তানের বিষয়ে সচেতন হন তাহলে ওই সন্তান অবশ্যই সুশিক্ষিত ও প্রকৃত মেধাবী হবে।
লালমোহন মডেল মাদরাসার স্কুল শাখার প্রধান শিক্ষক মাওলানা মো. আজিম উদ্দিন খানের সঞ্চালনায় এ সময় ইসলামী সমাজকল্যাণ পরিষদের যুগ্ম-সম্পাদক মাওলানা আব্দুল মালেক, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামে মসজিদের সভাপতি আবুল বাশার সেলিম, সদস্য অধ্যাপক হাসানুজ্জামান হাওলাদার, ইসলামিক মডেল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মো. লোকমান হোসেন ও শিক্ষক মো. রিয়াজ উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অভিভাবক সমাবেশ শেষে ইসলামিক মডেল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা ও উপস্থিতির ভিত্তিতে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.