নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা যদি ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট শাসনকে বিদায় দিতে পারে, তবে তারা বাংলাদেশে ইসলামের বিজয়ও নিশ্চিত করতে পারবে।
সেই সময় তাদের স্লোগান ছিল- উই ওয়ান্ট জাস্টিস, আর প্রকৃত ন্যায়বিচার দিতে পারে একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো আইনে ন্যায়বিচার সম্ভব নয়।
আজ শনিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় বাউফল পৌর শহরের মুসলিমপাড়া বালুর মাঠে রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হিফজ বিভাগের সবক প্রদান উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমরা অন্য মাদ্রাসাগুলোর সঙ্গে একসঙ্গে চলতে চাই। স্কুল-কলেজসহ সবাইকে সঙ্গে নিয়ে একটি বড় পরিবর্তন আনতে চাই। বাউফলের পরিবর্তনের মধ্য দিয়েই আমরা বাংলাদেশকে বদলাব। তবে সে পরিবর্তনের জন্য আগে ব্যক্তিকে পরিবর্তন করতে হবে। ব্যক্তির পরিবর্তন ছাড়া পরিবার, সমাজ বা রাষ্ট্র- কোনোটিরই পরিবর্তন সম্ভব নয়।
তিনি বলেন, ব্যক্তি পরিবর্তিত হলে পরিবার পরিবর্তিত হয়, পরিবার পরিবর্তিত হলে সমাজ পরিবর্তিত হয়, সমাজ পরিবর্তিত হলে রাষ্ট্র পরিবর্তিত হয়, আর রাষ্ট্র পরিবর্তনের মাধ্যমে গড়ে ওঠে একটি সভ্য সমাজ। রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার মাধ্যমে আমরা সেই দাওয়াত পৌঁছে দিতে চাই। ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে বাউফলকে বদলাব, বাউফলের পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে বদলাব, আর বাংলাদেশের পরিবর্তনের মাধ্যমে বিশ্ব মুসলিমদের বিজয়ের বার্তা পৌঁছে দেব।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার চেয়ারম্যান, সাবেক ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসাইন। প্রধান আলোচক ছিলেন মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। শিক্ষার্থীদের সবক প্রদান করেন বিশ্বজয়ী হাফেজে কোরআন হযরত মাওলানা জাকারিয়া। এছাড়াও স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.