নিজস্ব প্রতিবেদক : সিলেটে বাসদ কার্যালয়ে ব্লক রেইড দিয়ে সংগ্রাম পরিষদের নেতা মঞ্জুর আহমেদসহ ৪০ জনেরও বেশি শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সংগ্রাম পরিষদের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে দমন করতে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। এটি গণতন্ত্র ও শ্রমিক অধিকারবিরোধী।
সমাবেশে উপস্থিত ছিলেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী, আব্দুর রাজ্জাক, ইমাম হোসেন খোকনসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে মঞ্জুর আহমেদসহ গ্রেফতারকৃত সকল শ্রমিক নেতার নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।
শেষে বিক্ষোভকারীরা টাউন হল চত্বর থেকে একটি সংক্ষিপ্ত মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.