নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয় করণের দাবীতে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন বরিশাল অঞ্চলের প্রতিনিধি সম্মেলন আগামী ১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
সম্মেলন বাস্তবায়নের জন্য ২ নভেম্বর রোববার সকাল ১০ টায় বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার সভা কক্ষে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের বরিশাল অঞ্চলের সমন্বয়ক ও বরিশাল মহানগর সভাপতি বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মোঃ আবুবকর ছিদ্দিক এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল মহানগর ও ৬টি জেলা এবং ৪১টি উপজেলার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিনিধিগণের সন্মেলন ১৮ নভেম্বর মঙ্গল বার সকল ১০ ঘটিকায় বরিশাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এবং মহিলা শিক্ষিকাদের সভা ১৯ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় কাউনিয়া বালিকা ফাজিল মাদরাসায় অনুষ্ঠিত হবে। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় সভাপতি, দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। প্রধান বক্তা থাকবেন জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল আলহাজ্ব শাব্বীর আহমদ মোমতাজী।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চলের সমন্বয় কমিটির সদস্য সচিব, ভোলা জেলা সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর)মাদরাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। বরিশাল মহানগর সেক্রেটারি ও গোরস্থান আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম। পিরোজপুর জেলা সভাপতি ও ছারছীনা দারুস সুন্নাহ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন আনসারী, সিনিয়র সহ সভাপতি ও আলগাজ্জালী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল্লাহ মাহমুদ। ঝালকাঠি জেলা সভাপতি ও ঝালকাঠি এন এস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা গাজী মুহাম্মদ শহিদুল ইসলাম। সেক্রেটারি ও ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান। ভোলা জেলা সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার আহমদ উল্যাহ আনছারী। বরিশাল জেলা সভাপতি ও দুধল মৌ কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মোঃ সাইফুল্লাহ, সেক্রেটারি ও এম এ লতিফ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মাহমুদুল হাসান। পটুয়াখালী জেলা সভাপতি ও পটুয়াখালী নেছারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ মাহমুদ ওমর জিয়াদ, সেক্রেটারি ও মোহসেমুদ্দিন নুরিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ আবুল কালাম আজাদ। বরগুনা জেলা সভাপতি ও খাকবুনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ এমরান, সেক্রেটারি ও তালতলি ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ। সিনিয়র সহ সভাপতি বরিশাল মহানগর ও সাগরদি ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। বিহারিপুর হোসাইনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোয়াজ্জেম হোসাইন। বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শফিকুর রহমান। সোমর্তবান মহিলা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ রফিকুল ইসলাম। সাপানিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ।কাউনিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আমির হোসেন তালুকদার।ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হালিমসহ সকল জেলা নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.