প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ
উজিরপুরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে তিন ফার্মেসীকে জরিমানা

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারের কয়েকটি ঔষধের ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখা ও কোম্পানি থেকে দেওয়া ফ্রী স্যেম্পল ঔষধ বিক্রির দায়ে ৩টি ফার্মেসীতে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এ অভিযান পরিচালনা করেন।
২ নভেম্বর বেলা ১১টায় বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা বাজারে লায়বা ফার্মেসি ও মনি মেডিকেল হলে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখাসহ বিভিন্ন কোম্পানির দেওয়া ফ্রী সেম্পল ঔষধ বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অনুমোদন হীন ইন্ডিয়ান প্রসাধনী (নাইট ক্রিম ডিউ লসহ অবৈধ প্রসাধনী) মজুদ রাখা ও বিক্রির দায়ে তাহিয়া কক্সমেটিক্স নামের একটি প্রতিষ্ঠানকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ প্রসাধনী ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর এস এম ইলিয়াস উদ্দিন আহমেদ,উজিরপুর মডেল থানার এএসআই অন্তর আহমেদ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.