নিজস্ব প্রতিবেদক | বরিশাল: বরিশালের মুলাদীতে বিএনপির এক শক্তিশালী শোডাউনে বেগম সেলিমা রহমানের পক্ষে জনতার স্রোত নেমেছে। শনিবার (১ নভেম্বর) বিকেলে মুলাদী উপজেলার সফিপুর আদর্শ নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে মাঠ উপচে পড়া জনতার উপস্থিতি প্রমাণ করেছে তৃণমূলের উচ্ছ্বাস ও আগ্রহ।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান। তিনি বলেন, “জাতীয় নির্বাচন ঠেকাতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী অপশক্তির মোকাবেলা করা হবে।
বেগম সেলিমা রহমান আরও বলেন, “১৭ বছর ধরে দেশের গণতন্ত্র হরণ করা হয়েছিল। কিন্তু আজ জনগণ সেই গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এগিয়ে এসেছে। বাংলাদেশের উন্নয়ন ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসকান্দার আলী বাঘা এবং প্রধান বক্তা ছিলেন মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছত্তার খান। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১নং সহ-সম্পাদক ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, মুলাদী পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব খান, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভিপি লিপন ,বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আওলাদ হোসেন ছাত্রদলের কেন্দ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান শরীফ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আফসানা জাহান মীম, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ লালন সিকদার, চরকালেখান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলী প্যাদা, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবুল কালাম মাঝি প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” এখন জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দেশের প্রতিটি গ্রাম-গঞ্জে এ কর্মসূচি ছড়িয়ে দিতে হবে, কারণ জনগণ জেগে উঠেছে—এই জাগরণই গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রযাত্রা।
সমাবেশে বক্তারা বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে বেগম সেলিমা রহমানকে মনোনয়ন দেয়ার আহ্বান জানান এবং তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ শেষে সফিপুর ও আশপাশের গ্রাম থেকে আগত বিপুল নেতাকর্মী ও জনতার ঢলে এলাকা পরিণত হয় এক বিশাল গণজাগরণে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.