স্টাফ রিপোর্টার : বিশ্বস্ত ও আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে বরিশালে ব্যাংকিং কার্যক্রম শুরু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। শহরের বিবির পুকুর পাড় এলাকার ফাতেমা সেন্টারে ব্যাংকের ৩৩ তম শাখার উদ্বোধন করা হয়।
৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি এবায়েদুল হক চাঁন, বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. নিজাম উদ্দিনসহ বিশিষ্ট ব্যবসায়িবৃন্দ, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএস ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, রংপুর, বগুড়া, পাবনা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের শাখা রয়েছে। এছাড়াও, দেশব্যাপী নতুন শাখা ও উপশাখা বিস্তৃতি কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই সিলেটেও শাখা চালু করতে যাচ্ছে ব্যাংকটি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.