নিজস্ব প্রতিবেদক//বরিশালের বাকেরগঞ্জে দাফনের ২ মাস পর আদালতের নির্দেশে জাহিদুল ইসলাম রিফাত (১২) নামের এক কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ২টার সময় উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ফরিদপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম পিবিআই'র উপপরিদর্শক হানিফ।
নিহত জাহিদুল ইসলাম রিফাত বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মো. শিপন মৃধার পুত্র ও চট্টগ্রাম মমতা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট তন্ময় হালদার এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই চট্টগ্রাম এবং বাকেরগঞ্জ কাকরধা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এনামুলসহ পুলিশের একটি টিম।
মামলা সূত্রে ও নিহতের পিতা শিপন মৃধার কাছ থেকে জানা যায়, তারা স্বামী-স্ত্রী চট্টগ্রামের একটি গার্মেন্টসে চাকুরি সুবাদে ইপিজেড এলাকার আকমল আলী রোডে আবুল খায়ের ম্যানশনে বাসা ভাড়া করে থাকেন। গত ১৭ মে বিকাল ৫টার দিকে তার পুত্র রিফাতকে প্রতিবেশি আহনাফ হাসান বাসা থেকে ডেকে নিয়ে যায় ওমর ফারুকের বাসায়। সেখান থেকে তাকে ফুসলিয়ে সাগর পাড়ে নিয়ে সাগরের পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যার পর বেড়িবাঁধে ফেলে রেখে চলে যায়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খোঁজ পাওয়া যায় সাগর পারে রিফাত মৃত অবস্থায় পড়ে রয়েছে। প্রথমে স্বাভাবিক মৃত্যু ভেবে পরদিন ১৮ মেবাকেরগঞ্জে নিজ গ্রামে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করেন তারা।
পরবর্তীতে একটি ভিডিও পাওয়া গেলে বিভিন্ন কানাঘুষায় শোনা যায়, রিফাতের মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে। এরপর হত্যাকারী আহনাফ হাসান রিফাত ও তার পিতা রেজাউল করিম মামলা মোকাদ্দমা না করার জন্য তাকে নিষেধ করে ও ভয়ভীতি দেখান। তখন তিনি বুঝতে পারেন রিফাতের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। তার পুত্রকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি পুত্রকে হত্যার জন্য চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ২২ মে মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে নিহতের মরদেহ বৃহস্পতিবার উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান শিপন মৃধা। ওই মামলায় আদালতের নির্দেশে জাহিদুল ইসলাম রিফাতের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রিপোর্টের জন্য বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।"
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.