নিজস্ব প্রতিবেদক : জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ লংফিন ব্যাট ফিশ। তবে স্থানীয়ভাবে এটি পরিচিত ‘কিং চাঁদা’ মাছ নামে। এর ওজন প্রায় ৪ কেজি ৭৫০ গ্রাম।
আজ রোববার সকাল ১০টার দিকে কুয়াকাটা সৈকতের ‘মায়ের দোয়া ফিশ ফ্রাই’ দোকানে এ মাছটি দেখা যায়। বিরল মাছটি দেখতে উৎসুক পর্যটক ও স্থানীয়রা ভিড় করেন দোকানটিতে।
দোকানের মালিক মো. রাব্বি বলেন, এ ধরনের মাছ সচরাচর দেখা যায় না। স্থানীয় পৌর বাজার থেকে সরোয়ার নামের এক জেলের কাছ থেকে ৯৫০ টাকা কেজি দরে ৪ কেজি ৭৫০ গ্রামের মাছটি কিনেছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছটির বৈজ্ঞানিক নাম লংফিন ব্যাট ফিশ। এটি ‘টেইরা ব্যাট ফিশ’, ‘লংফিন স্প্যাডফিশ’ বা ‘গোলাকার মুখে ব্যাট ফিশ’ নামেও পরিচিত।
তিনি আরও বলেন, স্থানীয় জেলেরা একে ‘কিং চাঁদা’ নামে চেনেন। এ প্রজাতির মাছ দৈর্ঘ্যে সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে উঠতে পারে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.