নিজস্ব প্রতিবেদক : গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির বরিশাল জেলা ও মহানগর সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশ দিতে হবে এবং সেই আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকেই। এখন যদি এই আদেশ ‘চুপ্পুর কাছ থেকে’ নিতে হয়, তবে তা হবে বিপ্লবের কফিনে শেষ পেরেক।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা তিনশ’ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির কাজ করে যাচ্ছি। গুণগত ও কাঠামোগত রূপান্তরের মধ্যদিয়ে যেন একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি এজন্য রাজনৈতিক দলগুলোর বড় দায়িত্ব রয়েছে।
নির্বাচন কমিশন ও প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, তার কোনো ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। ফলে কমিশনকে ঘিরে সংশয় সৃষ্টি হয়েছে। যদি নির্বাচনে কোনো অনিয়ম হয়, তখনও তারা এর ব্যাখ্যা দেবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে মৌলিক সংস্কারে যে বিষয়গুলি, যেগুলোতে ঐক্যমত হয়েছে সেগুলোতে যেন জনগণ রায় দিতে পারে এবং মেন্ডেড অর্জিত হয়। সেটির জন্য আমাদের আদেশ জারি করতে হবে।
সভায় প্রধান বক্তা ছিলেন-এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।
এসময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন, দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত সভায় বরিশাল জেলা ও মহানগরের নেতারা দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.