মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়খালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা গেট থেকে সোনালী ব্যাংক পিএলসি বাউফল শাখা স্থানান্তরের প্রক্রিয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (০২নভেম্বর) সকালে ১১ টার সময় উপজেলা গেট এলাকায় ব্যাংকের শতাধিক গ্রাহক ও ব্যবসায়ী এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনালী ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা ও কুচক্রি মহলের যোগসাজশে দীর্ঘ ২৫ বছর ধরে উপজেলা গেটে থাকা ব্যাংকটি স্থানান্তরের পাঁয়তারা চলছে। তারা বলেন, “আমরা উপজেলা গেটের ব্যাংক থেকেই প্রতিদিনের সরকারি-বেসরকারি লেনদেন সম্পন্ন করি। এটি সরিয়ে নিলে আমাদের অন্তত এক কিলোমিটার দূরে গিয়ে লেনদেন করতে হবে, যা অত্যন্ত কষ্টসাধ্য।”
বক্তারা আরও বলেন, উপজেলা গেটের অবস্থানটি বাণিজ্যিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালাইয়া বন্দর থেকে কাছেই হওয়ায় ব্যবসায়ীরা সহজে লেনদেন করতে পারেন। ব্যাংকটি যদি অন্য প্রান্তে সরিয়ে নেওয়া হয়, তাহলে ব্যবসায়িক লেনদেন কমে যাবে এবং গ্রাহকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন।
এদিকে ব্যাংকের ভবনের মালিক হেনারা বেগমের ছেলে সবুজ আকন বলেন, “সোনালী ব্যাংক পিএলসি শাখার সঙ্গে আমাদের জানুয়ারি মাসে চুক্তিভিত্তিক মেয়াদ শেষ হয়েছে। ম্যানেজারকে বারবার বলার পরও নতুন চুক্তি নবায়ন করা হয়নি। ছয় মাস আগেই অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি আজ-কাল বলে আমাদের ঘুরিয়েছেন। চুক্তি না করেই ব্যাংকটি ১০ মাস আমাদের ভবনে অবস্থান করেছে। পরে হঠাৎ আমাদের কাছে উকিল নোটিশ পাঠানো হয়।”
সবুজ আকন অভিযোগ করে বলেন, “এভাবে চুক্তি না নবায়ন করে ও পরে নোটিশ পাঠিয়ে আমাদের আর্থিক ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।”
এ বিষয়ে জানতে চাইলে সোনালী ব্যাংক পিএলসি বাউফল শাখার ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। সবকিছু হেড অফিসের নির্দেশে করা হচ্ছে। এটি পুরোপুরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।”
স্থানীয় ব্যবসায়ী মহল মনে করছে, ব্যাংকটি উপজেলা গেট থেকে সরিয়ে নেওয়া হলে বাউফলের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হবে এবং গ্রাহকদের ভোগান্তি বাড়বে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.