তরিকুল ইসলাম, ভান্ডারিয়া প্রতিনিধিঃ পিরোজপুর-০২ (ভান্ডারিয়া, নেছারাবাদ ও কাউখালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ধানের শীষ প্রতীক পেয়েছেন দলের ত্যাগী নেতা ও ভাÐারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মনজুর সুমন।
তিনি বর্ষীয়ান রাজনীতিক, সাবেক প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর-এর সুযোগ্য পুত্র। সোহেল মনজুর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
তিনি শুধু ভান্ডারিয়া নয়, গোটা পিরোজপুর জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে এক নিবেদিতপ্রাণ নেতা হিসেবে পরিচিত। দলে তার গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির কারণে তিনি সব স্তরের নেতাকর্মীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা ১/১১-পরবর্তী দুঃসময়ে দলের পাশে ছিলেন বলিষ্ঠভাবে। জেল-জুলুম, হয়রানি উপেক্ষা করে তিনি ভান্ডারিয়ায় বিএনপিকে সংগঠিত রাখার জন্য কাজ করে গেছেন।
সেই ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন হিসেবে এবার তাকে গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আহমেদ সোহেল মনজুর সুমন বলেন,এই মনোনয়ন শুধু আমার একার না, এটি তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা, ত্যাগ ও সংগ্রামের ফসল।
আমি পিরোজপুর-০২ আসনের জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো তিনি বলেন, আমার বাবা নুরুল ইসলাম মনজু যেমন এ এলাকায় উন্নয়ন ও সততার রাজনীতির দৃষ্টান্ত রেখে গেছেন, আমিও সে ধারা বজায় রাখতে চাই।
জনগণ পরিবর্তন চায়, নিরপেক্ষ ভোটের মাধ্যমে তারা তা প্রমাণ করবে। এদিকে সোহেল মনজুর সুমনকে মনোনয়ন দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।
তাঁরা মনে করছেন, সঠিক সময়ে দলের সঠিক সিদ্ধান্ত বিজয়কে একধাপ এগিয়ে দেবে। স্থানীয় নেতারা জানান, এই আসনে তিনি একজন পরিচ্ছন্ন ও জনপ্রিয় প্রার্থী, যিনি প্রতিদ্ব›িদ্বতায় চমক দেখাতে পারেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.