নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার শাহাজিরা গ্রামে সদ্য নিমিত ইটের সড়ক দিয়ে ভারি যানবাহন চলাচলে বাধা প্রদান করায় স্বামী-স্ত্রীকে হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন শাহাজিরা গ্রামের বাসিন্দা মুদি দোকানী হারুন বেপারী (৭০) অভিযোগ করে বলেন, সম্প্রতি শাহাজিরা গ্রামের একটি মাটির রাস্তা ইট সলিং করা হয়। রাস্তার ক্ষতির আশংকায় ভারি যানবাহন চলাচল করতে নিষেধ করে যান ঠিকাদাররা। ঠিকাদারদের নিষেধ অমান্য করে সদ্য নির্মাণ হওয়া রাস্তা দিয়ে ভারি যানবাহনে করে গত কয়েকদিন যাবত ইট-বালু নিয়ে রাস্তার একাধিক স্থান ক্ষতিগ্রস্ত করেন স্থানীয় হান্নান বেপারী। রবিবার সকালে হান্নান বেপারীকে রাস্তা টেকসই হওয়ার পর ইট-বালু নেওয়ার জন্য অনুরোধ করা হয়। এতে হান্নান ও তার ছেলে জিসান বেপারী ক্ষিপ্ত হয়ে আমাকে (হারুন বেপারী) হাতুরি পেটা করে এবং আমার সঙ্গে থাকা ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। আমার ডাক চিৎকারে স্ত্রী কহিনুর বেগম (৬০) এগিয়ে আসলে তাকেও হাতুরি পেটা করা হয়। এমনকি হান্নানের স্ত্রী রিনা বেগম ঝাড়ু দিয়ে আমাকে মারধর করে।
অভিযোগ করে বৃদ্ধ হারুন আরও বলেন, এ ঘটনায় রবিবার দুপুরে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে হান্নান স্ত্রী রিনা বেগমকে আটক করে নিয়ে আসেন। পরবর্তীতে রহস্যজনক কারণে রিনাকে ছেড়ে দেয় পুলিশ। এমনকি আমাকে মিট-মিমাংসার প্রস্তাব দেয়।
তবে অভিযোগ অস্বীকার করে হান্নান বেপারী বরিশাল ক্রাইম ট্রেস ডটকম’কে বলেন, আমি কিংবা আমার পরিবারের কেউ হামলার সঙ্গে জড়িত নই। আমার ছেলেকে উল্টো কুপিয়েছে তারা। আমরা থানায় অভিযোগ দিয়েছি। আমার স্ত্রীকে আটক করেছে বিষয়টি সঠিক নয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী গৌরনদী মডেল থানার এসআই আমির হোসেন বরিশাল ক্রাইম ট্রেস ডটকম’কে বলেন, কাউকে আটক করা হয়নি। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের তদন্ত চলছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.