নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বরিশাল-৪ আসনে মনোনয়নপ্রত্যাশী হেমায়েত হোসাইন সোহরাব।
তিনি নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের ছোট ভাই।
সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে হেমায়েত হোসাইন সোহরাব বলেন, ‘দুদু ভাই, আলাল ভাই, রিজভী ভাই, সোহেল ভাই, নাজিমুদ্দিন আলমের মতো ত্যাগী কেন্দ্রীয় নেতা জন্মলগ্ন থেকে সংগ্রাম করে এসেছেন। তাদেরকে কোন মাপকাঠিতে বাদ দেওয়া হয়েছে তা বোধগম্য নয়। আমার কথা বাদই দিলাম। আমরা ১৯৭৭ থেকে ৯০ সংগ্রামী ভূমিকায় না থাকলে বিএনপির এতদূর আশা কঠিন হয়ে যেত।
তিনি বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শে বালীয়ান ছিলাম। তিনি বলেছিলেন “I shall make politics difficult”। নেতাজি শহীদ হওয়ার পর তা আমরা ফলো করতে পারিনি। বিধায় আজ রাজনীতির এই দুরবস্থা। আজ অনেক সত্যিকারের দেশপ্রেমিক নমিনেশনের বাইরে।
স্ট্যাটাসের শেষে তিনি বলেন, ‘কোনো অশুভ শক্তি ভর করেছে কি না জানি না। তবে জেনে রাখবেন- সাধারণ জনগণের চোখ দেশপ্রেমিক, আদর্শবান খাদেমের দিকে। তবে আমি উন্নয়নের যে কাজ করছি তা চালিয়ে যাব। আল্লাহ আমাদের সহায় হোন।’
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.