চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশন সদরের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে চলমান যানজট দ্রুত নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে সাংবাদিকদের এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, চরফ্যাশনের যানজট এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই উপজেলা আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মাসিক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। খুব শিগগিরই বাস্তব পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, লোকাল এলাকার অটোরিকশাগুলো যাতে শহরে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক ও নিয়মিত সাইনবোর্ডধারী অটোরিকশাই পৌর এলাকায় চলাচল করতে পারবে, যা এলোমেলো যানবাহনের প্রবেশ বন্ধ করবে এবং ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনবে।
ইউএনও রাসনা শারমিন মিথি বলেন, পৌরসভা থেকে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিম আগামী এক সপ্তাহ ফুটপাতের দোকানদারদের সচেতন করবে। দোকানদাররা যদি সরে যান, ভালো। না সরলে সদর রোডের দুই পাশে অবৈধ স্থানে বসানো ভ্রাম্যমাণ দোকানও উচ্ছেদ করা হবে, যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। আমাদের লক্ষ্য চরফ্যাশনকে পরিচ্ছন্ন, আধুনিক ও যানজটমুক্ত শহরে পরিণত করা।
স্থানীয় ব্যবসায়ী মো. আবু সিদ্দিক বলেন, বাজারে প্রতিদিন সকাল-বিকালে এমন যানজট থাকে যে দোকানে মাল আনা-নেওয়া কষ্টকর হয়ে পড়ে। ইউএনও রাসনা শারমিন মিথি ম্যাডামের উদ্যোগ বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন।
পথচারী রিনা বেগম বলেন, রাস্তার দুই পাশে দোকান বসে থাকে, আবার অটোরিকশা এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে। এতে হাঁটাচলা করা যায় না। প্রশাসন যদি ব্যবস্থা নেয়, সেটা আমাদের জন্য ভালো হবে।
আরেক পথচারী মনির হোসেন বলেন, চরফ্যাশনের উন্নয়ন এখন দৃশ্যমান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যানজটমুক্ত শহর গড়ার উদ্যোগটি প্রশংসনীয়। সবাই সহযোগিতা করলে শহরটা সত্যিই মডেল টাউনে পরিণত হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.