নিজস্ব প্রতিবেদক : রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বরিশালের গৌরনদী উপজেলার ১ হাজার ৬৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদ্যযোগদানকারী উপজেলা কৃষি সস্প্রসারন কর্মকর্তা জেরিন রহমান, প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির।
বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিথুন বনিক, রিয়াজ হোসেন, মেহেদী হাসান, নুপুর মজুমদার প্রমুখ। শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি শস্যের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.