ময়মনসিংহের গফরগাঁওয়ে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল করিম (৬৮) নামে এক বৃদ্ধকে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে দেয় স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনার কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা আব্দুল করিমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে সেই অভিযোগকে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল করিম উপজেলার পাগলা থানার বাসিন্দা। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ওই কিশোরীকে নিপীড়নের অভিযোগে আব্দুল করিমকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে রাখা হয়। খবর পেয়ে এদিন বিকেলে পুলিশ তাকে থানা হেফাজতে
কিশোরীর বাবা বলেন, তার কিশোরী মেয়েকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়নের চেষ্টা করে আব্দুল করিম। এ সময় মেয়ের চিৎকার শুনে আশপাশের লোকজন আব্দুল করিমকে আটক করে।
তিনি আরও বলেন, পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমকে নিয়ে যাওয়ার সময় গলায় জুতার মালা ছিল না।
তবে পুলিশ হেফাজতে থাকা আব্দুল করিম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার বিরুনিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার পথে মিথ্যা অভিযোগে তাকে আটক করা হয়। পরে তাকে একটি গাছে প্রায় ৩ ঘণ্টা বেঁধে রেখে গলায় জুতার মালা পরিয়ে মারধর করা হয়। পূর্ব বিরোধের জেরে তাকে এ ধরনের নির্যাতন করা হয়েছে বলে জানান তিনি।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম কালবেলাকে বলেন, এক কিশোরীকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতনের চেষ্টা করেন আব্দুল করিম। এ সময় মেয়েটির চিৎকারে ক্ষুব্ধ জনতা তাকে আটক করে। এমন তথ্য পেয়ে বিকেলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, পুলিশ আব্দুল করিমকে নিয়ে আসার সময় গলায় জুতার মালা পাওয়া যায়নি। হয়ত এর আগেই তার গলায় জুতার মালা পরানো হয়ে। যৌন নির্যাতনের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে রাতে আব্দুল করিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। রাতেই এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। তাকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.