নিজস্ব প্রতিবেদক: বরিশালের হিজলায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা আমীর, অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
এ সময় সাংবাদিক নানান প্রশ্নের উত্তর জামায়াত নেতা, বলেন সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সাংবাদিক সহযোগিতা প্রয়োজন। সাংবাদিক সমাজের দর্পন। সমাজের নানা অসঙ্গি সাংবাদিকদের মাধ্যমে সারা বিশ্ব দেখতে পায়। তিনি বলেন সমালোচনায় আমরা ব্যথিত হই না, বরং আনন্দিত হই। আল্লাহ চাহেতো জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে হিজলা মেহেন্দিগঞ্জ, কাজিরহাট মানুষের উন্নয়নে কাজ করব।
অবহেলিত জেলে, চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কেউ কাজ করেনি। ৫৫ বছর নয় ৫ বছরেই দেশের চেহারা পাল্টানো সম্ভব। দূর্নীতির কারনে দেশে উন্নয়ন হচ্ছে না। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের দূর্নীতি এখনও চলমান।
এ থেকে উত্তরণের জন্য আমাদের ভালো সৎ মানুষের প্রতিনিধিত্ব করার জন্য সংসদের পাঠাতে হবে। আমরা সকলে মিলে দেশটাকে সিঙ্গাপুর বানিয়ে দিতে পারব ইনশাল্লাহ্। ডাকসু, রাকসু, চকসু, জাকসু ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দেখিয়ে বলেন যারা ভোগ দিয়ে ছাত্র শিবিরকে জিতিয়েছে। তারা সবাই শিবির করে না। তারা শিবিরের সমর্থক ভোটার। সততা, নিষ্ঠা, ভালবাসায় তারা ভোট দিয়েছে। অনুরুপ ভাবে সারা দেশে মানুষ আজ ভালো মানুষকে, সৎ নিষ্ঠাবান, আদর্শবান মানুষকে ভোট দিবে। একটি জরিপে দেখাগেছে ৬২ শতক মানুষ সময়ের বিবেচনা এদিক সেদিক ভোট দেয়। এবার জাতীয় নির্বাচনে এই মানুষগুলোর ভোট আমরা পাব ইনশাল্লাহ্।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি দৈনিক বাংলাদেশ বানী’র সম্পাদক আযাদ আলাউদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ নুরুল আমিন, উপজেলা জামায়াত সেক্রেটারী ও বাংলাদেশ বাণীর ব্যবস্থপনা সম্পাদক সৈয়দ গুলজার আলম, ব্যবস্থাপনা সম্পাদক মোজাম্মেল হক ভূইয়া, জামায়াতে নেতা শাহানশাহ চৌধুরী সামু প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.