নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদলের কমিটি বিলুপ্তির এক বছর পেরিয়ে গেলেও এখনো নতুন কমিটি গঠন হয়নি। এতে সংগঠনের ভেতরে অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এর আগে এক কমিটি দিয়েই প্রায় আট বছর কাটিয়ে দেয় সংগঠনটি। এরপর গত বছরের ৮ অক্টোবর ঐ কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। পরে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলেও তা এখনো আলোর মুখ দেখেনি। ফলে ক্যাম্পাসে ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীরা দিক নির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের পর গত বছরের ১ অক্টোবর ক্যাম্পাসে কেমন ছাত্র রাজনীতি চায় শিক্ষার্থীরা তা জানতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসির ববি ক্যাম্পাসে আসেন। এরপর চলতি বছরের ১১ মে কমিটি গঠনের লক্ষ্যে একটি টিম গঠন করে দেওয়া হয় । কমিটির সদস্যরা ২২ মে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এরপর ২৯ জুলাই কীর্তনখোলা হল রুমে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনের পর পদ প্রত্যাশী নেতাকর্মীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হয়। পরে ২৫ সেপ্টেম্বর বরিশাল শহরের কিং ফিশার হোটেলে পদ প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। যেখানে বিভিন্ন পদ প্রত্যাশী প্রায় শতাধিক নেতাকর্মী সাক্ষাৎকার দেন।
স্ত্রী-সন্তানসহ র্যাবের সাবেক মহাপরিচালক হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞাস্ত্রী-সন্তানসহ র্যাবের সাবেক মহাপরিচালক হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ৬-৭ জন নেতাকর্মীর সঙ্গে কথা হলে তারা জানান, দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় সংগঠনের মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। প্রথমদিকে টিম কমিটি গঠনের জন্য দ্রুত কাজ করলেও পরে কোনো এক অজানা কারনে পিছিয়ে গেছে। অনেকে মনে করছেন, দ্রুত নতুন নেতৃত্ব ঘোষণা না হলে সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও দুর্বল হয়ে পড়বে। তবে কমিটিতে নতুন নেতৃত্ব নিয়ে তাদের প্রত্যাশার কমতি নেই ।
ববি ছাত্রদলকর্মী মো. ওয়াহিদুজ্জামান বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব এমন হউক যারা শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ত এবং যারা ত্যাগী ও যোগ্য তারাই নেতৃত্বে আসুক। এতে করে ছাত্রদল তার হারানো ঐতিহ্যকে ফিরে পাবে।
ববি ছাত্রদলের সাবেক কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেন বলেন, আমাদের কমিটি গঠনের জন্য এক বছর আগে একটি টিম গঠন করা হয়েছে। তারা কাজ করছে। তাদের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছি। সামনে আমাদের ছাত্র সংসদ নির্বাচন। দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হলে আমরা সাংগঠনিকভাবে অনেকটা শক্তিশালী হতে পারবো। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে কেন্দ্র সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কমিটি ঘোষনা করবে।
ববি ছাত্রদলের আরেক সাবেক কার্যনির্বাহী সদস্য শান্ত ইসলাম আরিফ বলেন, আমরা চাই অতি দ্রুত ববি ছাত্রদলের নতুন কমিটি দেয়া হোক। এতে করে আমরা নতুন করে উদ্যমী হয়ে সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারব, সংগঠনকে গতিশীল রাখতে পারব। সর্বোপরি শিক্ষার্থীদের অধিকার আদায়ে কথা বলতে পারব আমরা। আমরা চাই ছাত্র রাজনীতিকে এর মূল ফর্মে ফিরিয়ে আনতে। যাতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্মে পরিণত হয়।
শ্রীপুরে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এনামুলসহ গ্রেপ্তার ৭শ্রীপুরে বিএনপির স্বতন্ত্র প্রার্থী এনামুলসহ গ্রেপ্তার ৭ ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠনের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্য তারেক হাসান মামুন বলেন, “শীঘ্রই কমিটি দেওয়া হবে। কমিটি নিয়ে কাজ চলমান রয়েছে। রানিং শিক্ষার্থীদের নিয়েই কমিটি করা হবে। কমিটিতে বিগত সময়ে যারা ত্যাগী রাজনীতি করেছেন এবং দুঃসময়ে সংগঠনকে প্রাধান্য দিয়েছেন তাদেরকে মূল্যায়ন করা হবে।”
কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশ ঠেকাতে কি পদক্ষেপ নিচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা উন্মুক্ত বিজ্ঞপ্তি দিয়ে তথ্য চেয়েছি ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টদের তথ্য জানানোর জন্য। আমরা বেশ তথ্য পেয়েছি সেগুলো যাচাই-বাছাই করেই ছাত্রলীগ সংশ্লিষ্টদের বাদ দিয়ে ক্লিন একটি কমিটি দেওয়া হবে।
তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল শিক্ষার্থীবান্ধব রাজনীতি করবে যে রাজনীতিতে শিক্ষার্থীরাই এগিয়ে আসবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.