গৌরনদীতে মামলার ৫ ঘন্টার মধ্যে অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ১০ শনিবার, ২০২১, ০৬:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ কলেজ ছাত্রী অপহরনের ঘটনায় মামলা দায়েরের পাঁচ ঘন্টার মধ্যে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা।
অভিযানে নেতৃত্বদানকারী গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, বার্থী কলেজের ডিগ্রি পড়ুয়া ছাত্রীকে অপহরনের ঘটনায় শুক্রবার রাত নয়টার দিকে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলার কমলাপুর গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র সাকিল হাওলাদারকে একমাত্র আসামী করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে উপজেলার ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার ও মামলার আসামী সাকিলকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, শনিবার সকালে ছাত্রী ও আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।