ডেস্ক সংবাদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারা দেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসনে বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। এতে রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
কে হবেন এই আসনের প্রার্থী তা নিয়ে জেলায় চলছে তুমুল আলোচনা।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে- এ আসনটি নাকি রাখা হয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের জন্য। এমন সম্ভাবনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সর্বত্রই শুরু হয়েছে তুমুল আলোচনা।
সোমবার (৩ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তালিকায় বরিশাল-৩ (বাবুগঞ্জ- মুলাদী) আসনটি ফাঁকা রাখা হয়।
এ ঘোষণার পর থেকেই বরিশাল-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সেলিমা রহমান ও বিএনপি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নাম তালিকায় না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশার পাশাপাশি নানা ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিএনপি হয়ত কৌশলগত কারণেই এ আসনটি খালি রেখেছে আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে ভবিষ্যৎ জোট বা সমঝোতার অংশ হিসেবে।
স্থানীয়ভাবে এরই মধ্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের দলীয় নেতাকর্মীদের সক্রিয়তা চোখে পড়ছে। সব মিলিয়ে বরিশাল-৩ আসনটি এখন জেলার সবচেয়ে আলোচিত নির্বাচনি আসনে পরিণত হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.