প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৯:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ১১:৩৮ অপরাহ্ণ
ভোলা-৪ আসনকে শান্তির জনপদে পরিণত করব : এমপি প্রার্থী নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছরে চরফ্যাশন সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। বিএনপির শত শত নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, এমনকি ছাত্রদল নেতা আব্দুর রাজ্জাককেও পিটিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এই জনপদকে শান্তির জনপদে পরিণত করব।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে চরফ্যাশন উপজেলা সদর রোডে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে তাদের নেতাকর্মীরা বলেছিল আওয়ামী লীগ না থাকলে বিএনপি নেতাকর্মীদের হাতে বাংলাদেশে লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপির হাতে একজন আওয়ামী লীগ নেতাকর্মীও নিহত হয়নি। বরং আমরা তাদের বাড়িঘর পাহারা দিয়েছি। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন প্রতিশোধ নয়, বিচার হবে আইনের মাধ্যমে।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ভোলা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আপনারা যদি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন, তবে আমি এই অঞ্চলে নদীভাঙন রোধ, স্বাস্থ্যখাতের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করব।
গণসংবর্ধনা অনুষ্ঠানে ভোলা ও চরফ্যাশন উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে চরফ্যাশনের ২১টি ইউনিয়ন থেকে মিছিলে মিছিলে হাজার হাজার মানুষ গণসংবর্ধনায় অংশগ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.