প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ
কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলা এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কলাপাড়া পৌর অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষকরাই জাতির দিকনির্দেশক ও মেধার কারিগর। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে কোনো জাতি টিকে থাকতে পারে না। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় এলে শিক্ষাখাতে একটি পূর্ণ সংস্কার আনা হবে-যেখানে শিক্ষকদের মর্যাদা ও অধিকার সর্বাগ্রে থাকবে। আমরা শিক্ষকদের জন্য রাষ্ট্রীয় পুরস্কার প্রবর্তন করব, তাদের চিকিৎসা, বাসস্থান ও অবসরকালীন সুবিধা নিশ্চিত করব। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে আলাদা তহবিল গঠন করা হবে। শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে, কারণ তাদের হাতেই ভবিষ্যৎ প্রজন্মের নেতৃত্ব গড়ে ওঠে।
সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া নেছারউদ্দিন সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন কলাপাড়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মুহাম্মদ মাসুম বিল্লাহ, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আল এমরান হারুন, এবং নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদরাসার প্রভাষক আবু তালেব ইভান।
মতবিনিময় সভায় কলাপাড়ার এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.