নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার দুটি ভিন্ন স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে। বিকেল সাড়ে ৩টার দিকে দপদপিয়া ডিগ্রি কলেজের সামনে বাস, সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে র্যাব সদস্য আনোয়ার আকন (৩৮) নিহত হন।
এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত আনোয়ার আকন দপদপিয়া ইউনিয়নের দুধরিয়া গ্রামের আব্দুল খালেক আকনের ছেলে। তিনি র্যাব-৪ এ কর্মরত ছিলেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার প্রতাপ এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাসের ধাক্কায় আয়ফুল বেগম (৭০) নামে এক পথচারী নিহত হন। নিহত আয়ফুল বেগম ঢাপর এলাকার মৃত কাছেম আলী হাওলাদারের স্ত্রী।
নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুপুরে প্রতাপ এলাকায় এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হন। বিকেলে বাস ও অটোরিকশার সংঘর্ষে আরও একজন প্রাণ হারান। পুলিশ দুটি মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.