নিজস্ব প্রতিবেদক : বিএনপি জনগণের দল, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। জনগণের শক্তির ওপর ভর করেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই গণআন্দোলন আরও বেগবান করা হবে।
বিএনপির যুগ্ম-মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ুন কবির বলেছেন, আগামী জাতীয় নির্বাচন কেবল একটি নির্বাচন নয় এটি বাংলাদেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও স্বাধীনতার ভবিষ্যৎ নির্ধারণ করবে।
তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি অংশগ্রহণমূলক, সৎ ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের প্রধান দায়িত্ব।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমায়ুন কবির আরো বলেন, বিএনপি জনগণের দল, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা রাজপথে আছি এবং থাকব। জনগণের শক্তির ওপর ভর করেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে এই গণআন্দোলন আরও বেগবান করা হবে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের দলীয় মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সুযোগ। দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়, নিরাপদ জীবন ও ভোটের অধিকার ফিরে পেতে চায়।
স্বপন আরও বলেন, 'আপনারা বিএনপির প্রতি যে আস্থা ও ভালোবাসা দেখিয়ে আসছেন, সেই আস্থা অটুট রাখলে আমরা জনগণের শক্তিতে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব। এই সংগ্রাম জনগণের, এই বিজয়ও হবে জনগণের।
সভায় আরো বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান সিকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্নাসহ জেলা ও স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.