লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘যারা স্বাধীনতার বিরোধী ছিল তারা জাতীয় নির্বাচন করতে পারবে কিনা’ এমন প্রশ্ন তুলেছেন ভোলার লালমোহনের এক বিএনপি নেতা। তিনি উপজেলার লালমোহন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিন। তিনি বলেন, জামায়াতে ইসলামী একেক সময় একেক দাবি করে। তারা এতো দিন পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছিল, এখন আবার তারাই গণভোটের দাবি করছেন। কিন্তু তারা স্বাধীনতার বিরোধীতা করে বাংলাদেশ ও দেশের জনগণের সঙ্গে বেঈমানী করেছিল, তারা কিভাবে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে?
শুক্রবার বিকেলে লালমোহন ইউনিয়নের ফুলবাগিচা বাজারে অবস্থিত ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন শাহিন।
তিনি আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। কেউ এর বিরোধীতা করলে জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রত্যেকটি নেতাকর্মী উচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসন থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে জয়ী করতে প্রতিটি নেতাকর্মী এখন ঐক্যবদ্ধ। নির্বাচনে গণমানুষের নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম) বিপুল ভোটে নির্বাচিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোলা-৩ আসন উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।
এরআগে লালমোহন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ফুলবাগিচা বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় লালমোহন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোতালেব খানসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.