নিজস্ব প্রতিবেদক : বাউফলে মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি ও হামলা, প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী । আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে বাউফল উপজেলার ৭নং বগা ইউ: পি:' র বগা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হামলার শিকার হাজী মো. বাবুল সিকদার, অভিযোগ করে বলেন, “বগা বন্দরে আমার ক্রয়কৃত ২৩.৩৫ শতাংশ জমি দীর্ঘদিন ধরে স্থানীয় রহিম খান ও তার পরিবারের সদস্যরা জোরপূর্বক দখল করে রেখেছে। জমি ফেরত না দেওয়ায় আমি পটুয়াখালী আদালতে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করি।
আসামিরা হলেন - রহিম খান, সুরভি বেগম, সাইফুল, আবুল হোসেন, রাশেদ মোল্লা ও রেদোয়ান। আদালতে হাজির হলে তিনজনকে কারাগারে পাঠানো হয় এবং বাকিরা জামিনে মুক্তি পান।
তিনি আরো জানান, “২৩ অক্টোবর আদালতের কাজ শেষে বাড়ি ফেরার পথে আদাবাড়িয়া ইউনিয়নের মাধবপুর খালের ব্রিজের ওপর তারা অতর্কিতভাবে আমার ওপর হামলা চালায় এবং মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি দেয়। আমার চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে যায়, পরে আমাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমি ও আমার পরিবার জীবননাশের আশঙ্কায় দিন কাটাচ্ছি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও বাবুল সিকদারের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।এসময় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিও তোলেন এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.