প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৬:১৪ অপরাহ্ণ
বাবুগঞ্জের ধুমকেতু ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মানবতার কল্যাণে আমাদের কাজ, চলবে মোরা একসাথে জয় করব মানবতাকে” এই স্লোগানকে ধারণ করে সামাজিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান ধূমকেতু ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে অবস্থিত একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
২০২১ সালের ৮ নভেম্বর যাত্রা শুরু করা ধূমকেতু ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবছর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
সংস্থার সভাপতি হাফেজ মো. সবুর খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট মো. রুহুল আমিন খায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. রহমাতুল্লাহ, ব্যবসায়ী আমানুল্লাহ খান নোমান, মাস্টার মো. আবুল কাশেম, আলহাজ্ব খলিলুর রহমান মিজান এবং মাওলানা মোহাম্মদ ইদ্রিস হাসান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ধূমকেতু ফাউন্ডেশন স্বেচ্ছাসেবার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখছে। আগামী দিনেও এ সংগঠন যেন মানবকল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যেতে পারে— এ কামনা করেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের নিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.