নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিরাজগঞ্জ শহীদ ক্যাডেট একাডেমির এক আবাসিক শিক্ষার্থীকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে প্রতিষ্ঠানটির পরিচালক মো. হাসানুজ্জামান রঞ্জু (৬০) ও সহকারী শিক্ষক মো. বুলবুল ইসলামের (৪২) বিরুদ্ধে মামলা করেছে এক অভিভাবক।
বৃহস্পতিবার (২৫ জুলাই) আহত শিক্ষার্থী এসএম ফারহান সাদিক ফাহিমের (১২) বাবা মো. সোহেল রানা সিরাজগঞ্জ সদর আমলি আদালতে মামলাটি করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিখিল চন্দ্র ঘোষ জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল মাহমুদ মামলাটি আমলে নিয়ে সদর থানাকে তা এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে বলা হয়, ফাহিম গত সাত মাস ধরে শহীদ ক্যাডেট একাডেমির আবাসিকে থেকে পড়ালেখা করছিল। আবাসিক অংশের দায়িত্বে থাকা শিক্ষক বুলবুল নিয়মিতভাবে শিক্ষার্থীদের গালাগাল ও মারধর করতেন বলে অভিযোগ রয়েছে।
১৭ জুলাই সকালে অসুস্থ থাকার কারণে ফাহিম ঘুম থেকে উঠতে দেরি করায় শিক্ষক বুলবুল তাকে ঘুমন্ত অবস্থায় কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এরপর বিষয়টি গোপন রাখতে তাকে ভয় দেখান।
পরদিন শুক্রবার ফাহিমের বাবা-মা একাডেমির আবাসিক ভবনে ছেলেকে দেখতে গেলে সহপাঠীদের কাছ থেকে ঘটনার কথা জানতে পারেন। ফাহিমের শরীরে মারধরের স্পষ্ট চিহ্ন দেখতে পেয়ে তাকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিভাবকরা বিচার চাইতে পরিচালক হাসানুজ্জামান রঞ্জুর কাছে গেলে তিনি শুরুতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও পরে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো হুমকি দেন এবং সোহেল রানাকে অফিস থেকে বের করে দেন। থানা পুলিশকেও অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়।
অভিযুক্ত সহকারী শিক্ষক মো. বুলবুল বলেন, আবাসিকে শিক্ষার্থীরা মাঝে মধ্যে দুষ্টুমি করে, এজন্য শাসনের অংশ হিসেবে সামান্য মারধর করা হয়েছে। অন্যদিকে পরিচালক হাসানুজ্জামান রঞ্জু বলেন, হয়তো একটু বেশি শাসন করা হয়েছে, তবে অভিভাবকরা আমার সঙ্গে যোগাযোগ করেননি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.