গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় শালিসীর নামে প্রতিপক্ষকে ভোগান্তির ̄^ীকার করেছেন শালিসীগনরা ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ডাকুয়া গ্রামে। এবিষয়ে মাসুদ গাজী ও রেজাউল গাজী জানান, গত ২২/১০/২০২৫ ইং তারিখে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেন মোসাঃ রাশিদা বেগম। অভিযোগের প্রেক্ষিতে গলাচিপা থানা পুলিশ প্রতিপক্ষ মাসুদ গাজী, রেজাউল গাজী ও সকলকে ডেকে উভয়পক্ষের মনোনীত শালিসীর নাম উপ ̄’াপন করান।
এতে, প্রতিপক্ষের শালিসীগণ ছয়টি কাটিধজ পেপারে উভয় পক্ষের ̄^াক্ষর রাখেন। শালিসীর কথা রয়েছিল ২৩/১০/২০২৫ ইং তারিখে কিন্তু তারা শালিসী অদ ̈বধি করেননি। না করে প্রতিপক্ষকে ঘুরাচ্ছেন এবিষয়ে রেজাউল জানান, আমাদের শালিসী না করে কাটিধজ পেপারে ̄^াক্ষর রেখে আমাদেরকে ঘুরাচ্ছেন আমি বিষয়টি এলাকার গন ̈মান ̈ ব ̈া৩িদের জানালে তারা আইনের আশ্রয় নিতে বলেন। প্রতিপক্ষ রাশিদা বেগম বলেন, থানা থেকে শালিসী মানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো শালিসী হয়নি। কাটিধজ পেপারে আমাদের উভয়পক্ষেরই ̄^াক্ষর নিয়েছেন। এবিষয়ে প্রতিপক্ষের মানিত শালিসী জাকির মোল্লা, ইবধাহিম মোল্লা ও মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে বসবো সময়ের অপেক্ষায় বসতে পারিনি।
এলাকার ইউপি সদস ̈ হানিফ গাজী বলেন, শুনেছি ইউনিয়ন পরিষদে বিষয়টি নিয়ে বসবে কিন্তু এখনও পর্যন্ত বসেনি। রেজাউল গাজীর ̄¿ী হ ̈াপি বেগম জানান, আমরা গরীব মানুষ আমার শ্বমী একজন কৃষক।
আমি চার সন্তানের জননী আমাদেরকে বিচারের নামে যদি এভাবে ঘুরানো হয় তাহলে আমরা পথে বসে যাবো। যেহেতু আমার ̄^ামী দিনমজুর। প্রতিদিন শালিসীর লোকেরা আমাদেরকে গলাচিপা শহরে আসতে বলে এভাবে চলতে থাকলে আমরা একদিন নি:শ^ হয়ে যাব। তাই সুশীল সমাজের কাছে আমাদের দাবি যাতে শালিসী পূর্নভাবে পরিপূর্ণ এবং আমরা আমাদের জায়গা বুঝে পাই এটাই আমাদের দাবি। গলাচিপা থানার এস.আই. মোঃ হাকিম উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে উভয়পক্ষকে ডেকে শালিসীর ব ̈ব ̄’া করা হয়েছে। ধার্য ̈ তারিখে যেহেতু শালিসী হয়নি বিষয়টি আমি দেখব।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.