স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেছেনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলাদেশ বির্নিমানে নিরলস কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আর শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় আছে বলেই দেশে আজ সমানতালে জনগণের প্রত্যাশা অনুযায়ী কাঙ্খিত উন্নয়ন হচ্ছে।
সোমবার ( ২২ আগস্ট) বিকেলে শোলক ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ধামুরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ কাজী হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শাহে আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনিবার্হী সদস্য মুহম্মদ আনিসুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ সদস্য সুখেন্দু শেখর বৈদ্য এবং আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী।
শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো জামাল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন শিপু, সিনিয়র যুগ্ন সম্পাদক অপূর্ব কুমার বাইন রন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বালী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ অলিউল রহমান অলি,উজিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায়,উপজেলা আওয়ামী লীগের শোলক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আঃ হালিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামী প্রমূখ।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধিগণ সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব, কৃষকনেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত,শিশু শেখ রাসেল, সুকান্ত বাবু সহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :