নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার আমতলীতে সালিশি পরিষদের অনুমতি ছাড়া পরবর্তী দ্বিতীয় বিয়ে করায় মো. জাকারিয়া হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক ইফতি হাসান ইমরান এ কারাদণ্ডাদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. আবু বকর জানান, আসামির স্ত্রী সিথি আক্তার ১ সন্তান ও তার গর্ভে আরেক সন্তান থাকাবস্থায় তার স্বামী দ্বিতীয় বিয়ে করেন।
নিরুপায় হয়ে সিথি আক্তার তার স্বামীর বিরুদ্ধে সালিশি পরিষদের অনুমতি ছাড়া আবার বিয়ে করায় মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ এর ৬(৪)(বি) ধারায় অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন।
তিনি আরও বলেন, সাক্ষ্য গ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.