নিজস্ব প্রতিবেদক: সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া চলছে। সেই বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধ হবে। এখানে গণঅধিকার পরিষদের ভালো বা খারাপ লাগার কিছু নেই।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে দলীয় নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা জনতার ওপর গুলি চালিয়েছিল, তাদের দৃশ্যমান বিচার হতে হবে। আগামীতে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না। গত ১৬ বছরে যারা দেশকে পঙ্গু করে বিদেশে অর্থ পাচার করেছে, তাদেরও বিচার হতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিচার না হলে দেশে আবারও একদলীয় শাসন কায়েম হবে। ছাত্ররা রাজপথে নামবে, আবু সাঈদের মতো গুলি খাবে- এটি আমরা চাই না।
এসময় গণঅধিকার পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক নূর আলম ভরসাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.