নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর দশমিনায় ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একদল নেতাকর্মী। উপজেলা ছাত্রলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা সরকারি আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর এলাকায় এসে শেষ হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে অংশ নিচ্ছেন। ব্যানারে লেখা ছিল “হটাও ইউনূস, বাঁচাও দেশ।
মিছিলে প্রায় ৩৫ থেকে ৪০ জন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। নেতৃত্ব দিতে দেখা গেছে কলেজ শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি জায়েদ প্যাদাকে। অংশগ্রহণকারীরা মিছিল চলাকালে স্লোগান দেন “মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।
এ ঘটনার পর রোববার সকালেই জায়েদ প্যাদা তাঁর ব্যক্তিগত ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে লিখেছেন, “অনেক দিন পর আবার রাজপথে।” একই ভিডিও উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) বিভিন্ন ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিও আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.