গৌরনদীতে অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ১০ শনিবার, ২০২১, ০৭:২২ অপরাহ্ণ
গৌরনদ প্রতিনিধি:: বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীকে (১৭) শুক্রবার সন্ধ্যায় অপহরন করে নিয়ে যায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় শুক্রবার রাতে কলেজ ছাত্রীর মা বাদি হয়ে গৌরনদী থানায় একটি অপহরন মামলা দায়ের করে। পুলিশ শুক্রবার দিবাগত রাত আড়াইটায় গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেপ্তার করেছে।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান, গৌরনদী উপজেলার বার্থী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রীকে (১৭) শুক্রবার সন্ধ্যায় বার্থী এলাকা থেকে গৌরনদী উপজেলার কমলাপুর গ্রামের সোহরাব হাওলাদারের বখাটে পুত্র সাকিল হাওলাদারের নেতৃত্বে একদল সন্ত্রাসী অপহরন করে নিয়ে যায়।
ওই দিন রাতে কলেজ ছাত্রীর মা বাদি হয়ে থানায় একটি অপহরন মামলা দায়ের করে। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী মডেল থানা পুলিশ শুক্রবার রাত আড়াইটায় উপজেলার ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারী সাকিলকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার অপহৃতাকে ডাক্তারী পরীক্ষা ও গ্রেপ্তারকৃত আসামিকে বরিশাল আদালতে প্রেরণ করেছে।