প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ৭:০০ অপরাহ্ণ
উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া নতুনহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি ও উজিরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলো বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। ৯ নভেম্বর রবিবার বিকেল সাড়ে ৪ টার দিকে পরিদর্শন করেন তিনি।
উল্লেখ্য ৬ নভেম্বর দুপুর আড়াইটার দিকে উজিরপুর উপজেলার গড়িয়া নতুনহাট বাজারে বিদ্যুৎ শর্কসার্কিট হয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ক্ষতিসাধণ হয়েছে। এরমধ্যে মোঃ মোশাররফ হোসেনের বিকাশ ও ভ্যারাইটিজ ষ্টোর পুরে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। মেহেদী হাসানের ( সিকদার এন্টারপ্রাইজ),স্যানিটারি রড-সিমেন্ট ও হার্ডওয়্যারের দোকান পুরে প্রায় ৪৫ লক্ষ টাকার ক্ষতি হয়। সাখাওয়াত হোসেনের ফার্মেসি ও ঢেউটিনের দোকান পুরে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়। আনোয়ার হোসেন খানের ফলের দোকান ও ভ্যারাইটিজ ষ্টোরের দোকান পুরে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এদিকে মেহেদী হাসান জানান বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ৩৮ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলো। এ ভয়াভহ অগ্নিকান্ডে তিনি স্বর্বস্ব হারিয়েছেন ব্যবসায়ীরা ভাড়ার দোকানে ব্যবসা করতো।
এছাড়াও ফাষ্ট সিকিউরিটি ব্যাংকে আগুন লেগে ব্যপক ক্ষতি হয়েছে। এ খবরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.