নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় আদালা দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের রোববার বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত.মাজেদ ফড়িয়ার ছেলে মো.সাইদুল ফড়িয়া(৩৪) ও ফুল্লশ্রী গ্রামের লালন পাইকের ছেলে রাশেদ পাইক(২৭)কে মাদক ব্যবসায়ী সাইদুলের বাড়ি থেকে রোববার সকালে ২শত ১০ গ্রাম মাদকদ্রব্য গাজাঁসহ এসআই ওমর ফারুক গ্রেফতার করে। এঘটনায় এসআই ওমর ফারুক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়ের করেন।
এছাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব পয়সাগ্রামের বাদশা বখতিয়ারে ছেলে আলমগির বখতিয়ার(৩১)কে ৫৮ গ্রাম মাদকদ্রব্য গাজাঁসহ শনিবার রাতে গ্রেফতার করে এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে মামলা দায়ের করেন।
দুই মামলায় গ্রেফতারকৃত তিন আসামীকে রোববার দুপুরে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে। এব্যাপারে ওসি মো.অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, মাদকদ্রব্য গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.